লকডাউনে ঘরে বসে ৪০মিনিটে করে ফেলুন
ফেসিয়াল
সহজে রান্নাঘরের উপকরন দিয়ে
হারবাল ফেসিয়াল
উপকরণঃ
টমেটো ১টি (রস ৪টেবিল চামচ)
বেসন ২টেবিল চামচ
কাঁচা দুধ ২টেবিল চামচ
চালের গুড়ো ১/২ টেবিল চামচ
চিনি ১টেবিল চামচ
হলুদ সামান্য পরিমাণ
শশা/আলু (চোখের জন্য)
#ক্লিনজিং
?২টেবিল চামচ টমেটো রস
?কাঁচা দুধ
ভালো করে মিশিয়ে ফেস এ এ্যাপলাই করুন
১০মিনিট রেখে শুকিয়ে যাবার পর পানি দিয়ে পরিস্কার করে নিন।
#স্ক্রাবঃ
?টমেটো অধেক
?চিনি ১চামচ
?বেসন ১চামচ
চিনি ও বেসন মিশিয়ে নিন
তারপর টমেটো দিয়ে হালকা করে স্ক্রাব
করতে হবে ৫ মিনিট তারপর পানি দিয়ে পরিস্কার করে নিন।
#হারবাল প্যাকঃ
বেসন ১চামচ
টমেটো রস ২টেবিল চামচ
চালের গুড়ো ১/২ টেবিল চামচ
হলুদ গুড়ো সমান্য
ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
তারপর প্যাকটি ফেস এ এ্যাপলাই করুন।
২০ মিনিটের জন্য অপেক্ষা করুন
শুকিয়ে যাওয়ার পর হালকা করে পানি দিয়ে স্ক্রাব করে প্যাকটি পানি দিয়ে পরিস্কার করে নিন।
? ফেসিয়ালের পর ময়শ্চারাইজ ব্যবহার করতে পারেন।
হারবাল ফেসিয়াল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়, যার কোন সাইড এফেক্ট নেই। এটি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- অতিরিক্ত তৈলাক্ত, বিবর্ণ ভাব, ট্যান দূর করে ত্বক নরমাল রাখতে সাহায্য করে এবং আর্দ্রতা বজায় রাখে।
ফাতেমাতুল মনিষা
ওনার অফ পিংক ব্লাশ বিউটি লাউঞ্জ