কালের সমাচার ডেস্ক ।
মালয়েশিয়ার নিলাই এলাকা থেকে আল-মামুন (৪৩) নামের এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
২৩ অক্টোবর বুধবার, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায়, খাবারের বিরতিতে মামুন তার কন্সট্রাকশন সাইডের নিচে নামছিলেন।
ঠিক তখন সিড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়। তার সহকর্মীরা পুলিশে খবর দিলে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌছায় এবং তদন্ত শুরু করে।
পুলিশ তদন্ত শেষে মামুনের লাশ নিলাই হাসপাতালে নিয়ে যায়।
সহকর্মীরা জানান, আইনি প্রক্রিয়া শেষ করে মামুনের মরদেহ দেশে পাঠানো হবে।
জানা গেছে, ‘চাদঁপুরের বাগরাবাজারের মো: মস্তফা কামালের ছেলে আল-মামুন।
সে ২০০৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান’।