OURBANGLANEWS DESK।
শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে ধেয়ে আসছে, ভারতের উড়িষ্যায় আঘাত হানার পর।
তবে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে যাবে বাংলাদেশে আঘাত হানার আগে।
তবে আবহাওয়া অফিস এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি এটি কতটা শক্তি হারাবে সে ব্যাপারে।
বিবিসিকে বজলুর রশীদ বাংলাদেশে আবহাওয়া বিভাগের সিনিয়র আবহাওয়াবীদ জানিয়েছেন,
ঘূর্ণিঝড় ফণী যখন ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঢুকবে, এর গতি হবে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।
কতটা ভয়ঙ্কর এই মাত্রার ঝড়? বজলুর রশীদ এ প্রশ্নের জবাবে বলেন, আমি বলবো একটি সাধারণ মাত্রার ঘূর্ণিঝড় আসছে।
৯০ কিলোমিটারের বেশি গতি হলে তাকে আমরা বলি অতি প্রবল ঝড়। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এটি।
তিনি আরো বলেন, পুরোপুরি ডাঙ্গায় উঠে গেছে ফণী। এটি উড়িষ্যা থেকে এগুচ্ছে পশ্চিমবঙ্গের দিকে।
সেটি মধ্যরাতের পরে খুলনা, সাতক্ষীরায় ঢুকবে যে কোনো সময়। যত এগুবে তত শক্তি হারাবে। ঝড়ের প্রভাবে প্লাবিত হতে পারে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিচু অঞ্চলগুলো।
অনেক বৃষ্টি হবে। কিছু কাঁচা ঘরবাড়ি ঝড়ো বাতাসে নষ্ট হতে পারে। অনেক জায়গায় ফসল নষ্ট হবে ঝড়ো বাতাসে এবং জমি প্লাবিত হওয়ায়।
আরো জানান বজলুর রশীদ, কোনো মারাত্মক বিপদের আশঙ্কা নেই। তবে সাবধানে থাকতে হবে মধ্যরাত থেকে পরদিন দুপুর পর্যন্ত।
তিনি বলেন, ঝড়টি বাংলাদেশের ঢোকার পর কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর হয়ে শনিবার সন্ধ্যা নাগাদ ঢুকে যাবে ভারতের মেঘালয়ে।