OURBANGLANEWS DESK।
কর্ণফুলী নদীতে দুইটি জাহাজের সংঘর্ষে সাময়িক ভাবে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
এর আগে ১৪ জুন শুক্রবার, সকালে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে কর্ণফুলী নদীর বোট ক্লাব এলাকায়।
এ তথ্য নিশ্চিত করেছেন, চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত জাহাজ দুটিকে সরিয়ে নিতে কাজ চলছে।
ওমর ফারুক বলেন, একটি ছোট লঞ্চকে রক্ষা করতে গিয়ে, তেলবাহী বুরগান জাহাজের সংঘর্ষ হয়, এক্সপ্রেস মহানন্দা জাহাজের সঙ্গে।
এতে কর্ণফুলী চ্যানেলে সাময়িক ভাবে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনা কবলিত জাহাজ দুইটি কে সরিয়ে নেওয়ার পর আবার জাহাজ চলাচল স্বাভাবিক হবে।