কালের সমাচার ডেস্ক।
এস এম ইমামুল হক বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবশেষে স্বেচ্ছাছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের পরিপ্রেক্ষিতে।
গতকাল বুধবার তিনি ছুটি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেন।
মনোয়ার হোসেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে ছেদ পড়েনি তিনি ছুটি চাইলেও।
আজও বরিশাল-কুয়াকাটা ও ভোলা মহাসড়ক অবরোধ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে।
তাঁরা বেলা ১১টায় এই অবরোধ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে।
শুরুতে এক মিনিট নীরবতা পালন করে অগ্নিদগ্ধ হয়ে নিহত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাতের আত্মার শান্তি কামনা করে
তারপর এই অবরোধ শুরু করেন। মহাসড়কের চার কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় অবরোধ শুরু হলে।