কালের সমাচার ডেস্ক।
গ্রীষ্মকালীন ঋতুতে মেকাপ কারার কথা মনে পড়লে সবার আগে আসে সোয়েটিং আর এই কারনে অনেকই মেকআপ করতে চান না।
আর তাই সামার মেক আপ নিয়ে লিখেছেন বিউটি এক্সপার্ট মনিষা, পিংক ব্লাস বিউটি লাউঞ্জ।
গরমের তীব্রতা বেড়ে চলছে তাই সামার মেকাআপ কারার জন্য চাই ত্বকের যত্ন এবং ত্বকের ধরন বুঝে সঠিক মেকাআপ বেছে করা।
সামার সোয়েট প্রুফ মেকআপ এর জন্য প্রথমে প্রয়োজন।
ত্বকের যত্ন:
ত্বকের নানা ধরনের সমস্যার জন্য মেকআপ বেশী সোয়েট হয় মেকআপ ভালো হয় না। তাই মেকাঅাপের আগে ফেসিয়াল করে নেয়া ভালো।এতে স্কীন ক্লিন হয় মেকাআপ ভালো ভাবে বসে।
সামার মেকাআপ শুরু করার আগে স্কীনে বরফে দিয়ে মাসা্স করে নিন।
বরফ ন্যাচারাল প্রাইমারের কাজ করে।
তাছাড়া স্কীনের ওপেন পোরস ঢেকে দিয়ে স্কীনে স্মুদ করে ন্যাচারাল গ্লো আনে।
বেজ মেকআপ:
সোয়েট প্রুফ মেকাপ এর জন্য বেজ মেকাপ হতে হবে হালকা/লাইট এবং ৫-৮ ঘন্টা লং লাস্টিং করে এমন ফাউন্ডেশন।
আপনার স্কীনের কালার এর চেয়ে এক সেড লাইট ফাউন্ডেশন নিন।ফাউন্ডেশনটি হতে হবে ওয়াটার প্রুফ।
ফেস এ অল্প করে ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করে নিন।
তারপর কন্সিলার দিয়ে নিন চোখের নিচে,নাকে উপরে
এবং ফেস যেখানে স্পট আছে কন্সিলার দিন তারপর ভালো ব্রাশ/স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিন। লাইট কনট্যুরিং করুন ব্রাউন কালার।
তারপর লুজ পাউডার দিয়ে বেজ সেট করে নিন। লুজ পাউডার সোয়েট কমাতে সাহায্য করে।
হাইলাইটিং করে নিন অল্প করে লাইট পিচ কালার হালকা করে নাক,গালে ও কপালে । এতে ফেস গ্লো করবে।
আই-মেকাআপ:
সামার সোয়েট প্রুফ মেকাআপের জন্য
হালকা কালার আইশ্যাডোর গুলো বেছে নিন ।
হালকা/ লাইট ব্রাউন, পিং,গোল্ডন আইলাইনার দিন মাশকারা দিন ঘন করে। অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে।
লিপস্টিক: লাইট পিং পিচ্ যেকোন ন্যাচারাল কালারই মানানসই।
সব শেষ মেকআপ সেটিং স্পে দিতে ভুলবেন না এতে মেকাআপে সোয়েট হবেনা এবং মেকআপ লং লাস্টিং হবে।
হেয়ার স্টাইল করে নিতে পারেন খোপা ওয়ান বাণ,বেণী।
পিংক ব্লাস বিউটি লাউঞ্জ।